ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কিপিংয়ে ফিরলেই বিশ্বকাপে যাবেন পান্থ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ ০৫:২৪

ঋষভ পান্থ। ফাইল ছবি ঋষভ পান্থ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ২০২২ সালে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। সব ঠিক থাকলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন পান্থ। যদিও পান্থকে নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। আইপিএলে ফিরলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে কিপিং করবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

এদিকে ভারতীয় দলে ফিরতে হলে পান্থকে আগে ফিরতে হবে উইকেটের পেছনে। এমনটা জানিয়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তার ভাষ্যমতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে কিপিংয়ে সাবলীল হতে হবে পান্তকে।

সংবাদ সংস্থা পিটিআইকে জয় শাহ বলেছেন, ‘সে (ঋষভ পান্থ) ভালো ব্যাটিং করছে, কিপিংও ভালো করছে। খুব শিগগিরই আমরা তাকে ফিট ঘোষণা করব। সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারলে আমাদের জন্য তা হবে অনেক বড় পাওয়া। সে আমাদের বড় সম্পদ। যদি সে কিপিং করতে পারে, তাহলে বিশ্বকাপে খেলতে পারবে। দেখা যাক আইপিএলে কেমন করে।’

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর কয়েক দফায় অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে কয়েক মাস আগেই অনুশীলনে ফিরেছেন ঋষভ পান্থ। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুর্নবাসনের পাশাপাশি নিয়মিতই চালিয়ে যান ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। এছাড়া কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তিনি। সেখানে অনেকটা ফিট মনে হওয়ায়, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন আইপিএল দিয়ে।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে এবারের আইপিএলের। ২৩ মার্চ পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু হবে ঋষভ পান্থের দিল্লি ক্যাপিটালসের। আইপিএলের পর্দা নামার পরপরই আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷