ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২ ০৮:০৯

১৯৬ রানের জুটি গড়েন বাবর ও সরফরাজ। গেটি ইমেজ ১৯৬ রানের জুটি গড়েন বাবর ও সরফরাজ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ করাচিতে শুরু হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। যেখানে রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে রান পাহাড়ে তুলেছে অধিনায়ক বাবর। ফলে, প্রথম দিনেই ব্যাকফুটে কিউইরা।

করাচিতে এদিন টস জিতে ব্যাট করে, প্রথম দিনেই ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩১৭ রান। অধিনায়ক বাবর আজম আছেন ১৬১ রানে। সেই সাথে রেকর্ডবুকেও নাম তুলেছেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের ইনিংস (২৫টি) খেলা ক্রিকেটার এখন বাবর আজম। ভেঙেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের খেলা সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের ইনিংসের (২৪টি)।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। এরপর ১৯ রানের মাথায় শান মাসুদের উইকেটও হারায় দলটি। দলীয় পঞ্চাশ পার করতে ফিরেন আরেক ওপেনার ইমাম-উল-হক। শুরুতেই তিন উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে পাকিস্তান। 

এরপর সৌদ শাকিলকে নিয়ে দলের হাল ধরেন বাবর। তবে দলীয় ১১০ রানের মাথায় ২২ রানে ফিরে যান শাকিল। এরপর ক্রিজে আসেন দীর্ঘদিন পর একাদশে সুযোগ পাওয়া সাবেক পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। নেমেই ধরেন দলের হাল। পেয়েছেন অধিনায়ক বাবরের যোগ্য সঙ্গ। এই দু'জনের ব্যাটেই শক্ত প্রতিরোধ গড়ে পাকিস্তান। 

হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। সরফরাজকে সঙ্গে নিয়ে গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। এই দু'জনের ব্যাটে বড় সংগ্রহের পথে হাঁটে পাকিস্তান। সুযোগ পেয়ে এদিন সেই সুযোগ কাজে লাগিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন সরফরাজ। অন্যপ্রান্তে শতক তুলে নেন বাবর আজমও৷ খেলে ফেলেন দেড় শ রানের ইনিংসও।

এই দু'জনের ব্যাটে চড়েই প্রথম দিনের খেলা শেষ করার পথে ছিল পাকিস্তান। তবে দিনের খেলা শেষ হওয়ার আধ ঘণ্টা আগেই খেই হারান সরফরাজ। সঙ্গে মিস করেন প্রত্যাবর্তনে শতকটাও। শেষ পর্যন্ত ৯ চারে প্যাটেলের শিকার হয়ে ফিরেন ব্যক্তিগত ৮৬ রান করে।  

এরপর আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম। শেষ পর্যন্ত প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ৩১৭ রান। ১৫ চার ও ১ ছক্কায় বাবর আজম অপরাজিত আছেন ১৬১ রান করে। নিউজিল্যান্ডের পক্ষে অ্যাজাজ প্যাটেল ও ব্রেসওয়েল নেন ২টি করে উইকেট। 

 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷