ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্ণৌকে হেসেখেলেই হারিয়েছে টেবিল টপার রাজস্থান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪ ২৩:৫৫

শতাধিক রানের জোট স্যামসন-জুরেলের ব্যাটে। ছবি: আইপিএল শতাধিক রানের জোট স্যামসন-জুরেলের ব্যাটে। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলমান আইপিএলে শুরু থেকেই উড়ছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। প্লে-অফের দৌড়ে সবার আগেই রয়েছে দলটি। পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা রাজস্থান এদিন মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। এদিনও অনেকটা হেসেখেলেই জয় তুলে নেয় রাজস্থান। 

এদিন আগে ব্যাট করে লক্ষ্ণৌ নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১৯৬ রানের পাহাড়। ফিফটি হাঁকান লক্ষ্ণৌর অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুডা। রাহুল করেন ৭৬ রান, হুডার ব্যাট থেকে আসে ৫০ রান।

উড়তে থাকা রাজস্থানের জন্য এই লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। পঞ্চাশোর্ধ রানের জুটিতে সেটাই প্রমাণ করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। যদিও এই দু'জনই ফিরেছেন দলীয় ৬০ রানের মাথায়। জয়সওয়াল ২৪ ও বাটলার করেন ৩৪ রান। এরপর রিয়ান পরাগের ব্যাটও এদিন খুব একটা সুবিধা করতে পারেনি।

চর্তুথ উইকেট জুটিতে রাজস্থানের হাল ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। তাতেই হেসেখেলে জয় তুলে নেয় রাজস্থান। শেষ পর্যন্ত ৭ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় পায় টেবিল টপাররা। ৭ চার ও ৪ ছক্কায় স্যামসনের ব্যাট থেকে আসে ৭১ রান। ধ্রুব জুরেল করেন ৫২ রান। 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...