ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ মিস করবেন শামি, ফিরবেন বাংলাদেশ সিরিজে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ ০৪:৩২

মোহাম্মদ শামি। ফাইল ছবি মোহাম্মদ শামি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ঘরের মাঠে বিশ্বকাপ বলে কথা, দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে সবারই। স্কোয়াডে সুযোগ পেলেও অবশ্য প্রথম দিকে জায়গা হয়নি ভারতীয় পেসার মোহাম্মদ শামির। হার্দিক পান্ডিয়ার চোটে কপালই খুলে যায় এই পেসারের। সুযোগটা দু'হাতেই লুফে নেন মোহাম্মদ শামি। ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলতে রাখেন সবচেয়ে বেশি ভূমিকা। দেশকে বিশ্বকাপ জেতাতে না পারলেও শামি ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। 

স্মরণীয় এক বিশ্বকাপ শেষে ফের কপাল পুড়ে মোহাম্মদ শামির। চোটের কারণে এরপর থেকে এখনও মাঠের ক্রিকেটে ফিরতেই পারেননি তিনি। গোড়ালির ইনজুরির কারণে গত তিন মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে শামি। যেতে হয়েছে ছুরি-কাঁচির নিচে। তাতেই আগামী জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়েছেন মোহাম্মদ শামি। 

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ অকপটেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন মোহাম্মদ শামি। সব ঠিক থাকলে বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজ দিয়েই মাঠে ফিরবেন এই পেসার।

ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে জয় শাহ বলেন, ‘শামির সার্জারি সম্পন্ন হয়েছে। সে ভারতে ফিরে আসবে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির দলে ফেরার সম্ভাবনা আছে।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷