ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নিশাঙ্কার মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি, বৃথা নবি-ওমরজাইয়ের লড়াই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫১

ডাবল সেঞ্চুরি হাঁকান প্রাথুম নিশাঙ্কা। গেটি ইমেজ ডাবল সেঞ্চুরি হাঁকান প্রাথুম নিশাঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন লঙ্কান ওপেনার প্রাথুম নিশাঙ্কা। পাল্লেকেলেতে এদিন নিশাঙ্কা খেলেন ২১০ রানের এক মহাকাব্যিক ইনিংস। যা কিনা ওয়ানডেতে শ্রীলঙ্কার ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি। পাল্লাকেলেতে নিশাঙ্কার হাঁকানো ডাবল সেঞ্চুরিতেই ৩৮১ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। এছাড়া আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দো খেলেন ৮৮ রানের ইনিংস।

জবাব দিতে নামা আফগানিস্তানও ছেড়ে কথা বলেনি। যদিও ৩৮১ রানের পাহাড় টপকাতে নেমে দলীয় পঞ্চাশ পার করতেই ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় আফগানরা। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। দু'জন মিলে ২২২ বলে গড়েন ২৪২ রানের জুটি। দুইজনেই হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। যদিও লঙ্কানদের রানের পাহাড় টপকাতে পারেননি তারা।

নির্ধারিত ৫০ ওভারে ৩৩৯ রানেই থামে দলটি। ফলে, সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছে সফরকারী আফগানিস্তান হেরেছে ৪২ রানে। ১৩ চার ও ৬ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংস খেলা আজমতউল্লাহ ওমরজাই অপরাজিতা থাকেন ১৪৯ রানে। এছাড়া ১৫ চার ও ৩ ছক্কায় মোহাম্মদ নাবি করেন ১৩৬ রান। শ্রীলঙ্কার পক্ষে প্রমোধ মাধুশান নেন ৪ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷