ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কোহলির ফেরাটা হচ্ছে আরও দীর্ঘায়িত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৯

বিরাট কোহলি। ফাইল ছবি বিরাট কোহলি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না ভারতীয় তারকা বিরাট কোহলি। গুঞ্জন ছিল, রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে দলে ফিরবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোহলির ফেরাটা হচ্ছে আরও দীর্ঘায়িত। এমনকি সিরিজের চর্তুথ টেস্টও মিস করতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। 

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে অনুষ্ঠিত হবে ভারত ও ইংল্যান্ডের সিরিজের তৃতীয় টেস্ট। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রানচিতে সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুই টেস্টে না থাকলেও এই দুই টেস্টে দলে থাকার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেও অনিশ্চিত তিনি। অর্থাৎ ইংল্যান্ড সিরিজে মাঠে নামা হচ্ছে না বিরাট কোহলির।

মূলত, পারিবারিক কারণেই ইংল্যান্ড সিরিজে কোহলির সার্ভিস পাচ্ছে না ভারত। কোহলিকে ছাড়া প্রথম দুই টেস্টের একটিতে জিত ও অপরটিতে হেরেছে স্বাগতিকরা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, বিরাট ও আনুশকা দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন। এই সময়ে স্ত্রীর পাশে থাকতেই মূলত ছুটি নিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক।  

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷