ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হেসেখেলেই কলম্বো টেস্ট জিতল শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৩

প্রবাথ জয়সুরিয়া নেন ৫ উইকেট। গেটি ইমেজ প্রবাথ জয়সুরিয়া নেন ৫ উইকেট। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারী আফগানিস্তান। চর্তুথ দিনে এসেই যেন খেই হারায় আফগানরা। তাতেই সহজ টার্গেট পেয়ে, দশ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। 

কলম্বোয় ১ উইকেটে ১৯৯ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করে আফগানিস্তান। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৪৬ রান করা রহমত শাহ। এরপর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি রহমতের ইনিংস। ৫ চারে ফিরেন ব্যক্তিগত ৫৪ রান করে। এরপর সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শহিদী দলকে নিয়ে যান লিডের পথে। যদিও দলকে লিড পাইয়ে দেওয়ার আগেই খেই হারায় ইব্রাহিম জাদরান। 

১২ চারে ১১৪ রানে প্রবাথ জয়সুরিয়ার শিকার হয়ে ফিরেন এই ওপেনার। ইব্রাহিমের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙেছে আফগানদের ব্যাটিং অর্ডার। তাতেই কলম্বো টেস্টে লিড নিয়েও সেটাকে বড় করতে পারেনি সফরকারীরা। শেষ ৯ উইকেট ৮২ রানের মধ্যেই হারায় তারা৷ ৪১ রান করে অপরাজিত থাকেন নাসির জামাল। ফলে, মাত্র ৫৫ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। দলটির পক্ষে ৫ উইকেট নেন প্রবাথ জয়সুরিয়া। আসিথা ফার্নান্দোর শিকার ৩ উইকেট। এছাড়া কাসুন রাজিথা নেন ২ উইকেট। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই লঙ্কান ওপেনার, দিমুথ করুনারত্নে ও নিসান মাধুশকা মাত্র ৪৪ বলেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৩ চার ও ১ ছক্কায় দিমুথ করুনারত্নে করেন ৩২ রান। ৪ চারে মাধুশকা করেন ২২ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷