ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অভিষিক্ত বার্টলেটের তোপে সহজ জয় অস্ট্রেলিয়ার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৪

সহজ জয় পেল অস্ট্রেলিয়া। গেটি ইমেজ সহজ জয় পেল অস্ট্রেলিয়া। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ব্রিসবেনের গ্যাবায় দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে রীতিমতো হইচই ফেলে দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই সুখস্মৃতি নিয়েই মেলবোর্নে আজ (শুক্রবার) অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামে দলটি। তবে, শুরুটা প্রত্যাশামত করতে পারেনি সফরকারীরা। দাপুট দেখিয়েই তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

এমসিজিতে শুক্রবার আগে ব্যাট করে কেসি কার্টির শতক মিসের দিনে ২৩১ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। অজি বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ৮৮ রানে রান আউটে কাটা পড়েন কার্টি। এছাড়া রস্টন চেজ করেন ৫৯ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অভিষিক্ত পেসার জাভিয়ের বার্টলেট নেন ৪ উইকেট। শন অ্যাবট ও ক্যামেরুন গ্রিনের শিকার দুই উইকেট করে।

মাঝারি টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ঝড় তোলেন আরেক ওপেনার জস ইংলিশ। এমসিজিতে ক্যারিবীয় বোলারদের রীতিমতো পাড়ার বোলার বানিয়েই ছাড়েন তিনি। তাতেই দ্রুত রান উঠতে থাকে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। গ্রিনের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে ইংলিশ তুলে নেন ফিফটি। এরপর গুদাকেশ মোতির শিকার হয়ে ফিরেন তিনি। 

ফেরার আগে ১০ চার ও ১ ছক্কায় ৪৩ বলে ইংলিশ করেন ৬৫ রান। ইংলিশ ফিরলেও রানের চাকা থেমে থাকেনি অস্ট্রেলিয়ার। তৃতীয় উইকেটে গ্রিনকে সঙ্গ দেন অধিনায়ক স্টিভেন স্মিথ। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। কার্যত তাতেই ম্যাচটা সহজ হয়ে যায় অস্ট্রেলিয়া। দলকে জয়ের বন্দরে নেওয়ার পথেই জোড়া ফিফটি তুলে নেন এই দু'জন।

শেষ পর্যন্ত ৬৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪ চার ও ২ ছক্কায় ক্যামেরুন গ্রিন অপরাজিত থাকেন ৭৭ রানে৷ ৮ চারে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৭৯ রান।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷