ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের সমর্থনে অধিনায়কত্ব খোয়ালেন টিগার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৪ ১৫:৫৪

অব্যহতি পাওয়া প্রোটিয়া অধিনায়ক ডেভিড টিগার। ফাইল ছবি অব্যহতি পাওয়া প্রোটিয়া অধিনায়ক ডেভিড টিগার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আগামী সপ্তাহে পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরের। ঘরের মাটিতে বিশ্বকাপ শুরুর প্রাক্কালে অধিনায়কত্ব খোয়ালেন প্রোটিয়া কাপ্তান ডেভিড টিগার। ফিলিস্তিনের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলি সৈন্যদের সমর্থন করায় অধিনায়কত্ব হারিয়েছেন টিগার। যদিও কাপ্তানির দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে প্রোটিয়ারা। 

গত বছরের অক্টোবরে জোহান্সবার্গে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘রাইজিং স্টার’ অ্যাওয়ার্ড পান টিগার। পুরষ্কার পেয়েই প্রোটিয়া অধিনায়ক রীতিমতো ইসরায়েলের তরুণ সেনাদের সেটি উৎসর্গ করেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি এই পুরস্কার পেয়েছি, আমি এখন উদীয়মান তারকা, কিন্তু সত্যিকারের উদীয়মান তারকা হলো ইসরায়েলের তরুণ সৈন্যরা। আমি পুরস্কারটি উৎসর্গ করতে চাই দক্ষিণ আফ্রিকার পরিবারকে, যাদের এক ছেলে বিয়ে করেছে, আরেক জন এখনও নিখোঁজ রয়েছে। আমি এটি উৎসর্গ করতে চাই ইসরায়েল রাষ্ট্র ও যুদ্ধরত প্রতিটি সৈন্যকে, যাতে আমরা প্রবাসীদের মধ্যে বসবাস করতে পারি এবং উন্নতি করতে পারি।’

এর সপ্তাহ তিনেক বাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স (পিএসএ) টিগারের এমন বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কাছে একটি অভিযোগ দায়ের করে। এবার সেটারই যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। 

এক বিবৃতি দিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বলেছে,‘সব পরিস্থিতি বিবেচনা করে সিএসএ সিদ্ধান্ত নিয়েছে যে, এই টুর্নামেন্টের জন্য ডেভিডকে (টিগার) অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। সকল খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল এবং ডেভিডের নিজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷