ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিতর্কিত আউট নিয়ে মুশফিকের ‘মাশাআল্লাহ’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪ ১৫:১১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  ‘মিরপুরে একজন ব্যাটার ১০-১৫ টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে’- বিশ্বসেরা সাকিব আল হাসান যখন করেন এমন মন্তব্য তখন সেটি গভীর চিন্তার বিষয়। আবার যখন মন্তব্য করেন, দেশের এক মাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ভালো ভাবে হয় তখন ধরে নিতে হবে এখানে বিশেষ কিছু রয়েছে। তবে সত্যিকার অর্থে আসলে কি বিশেষ কিছু রয়েছে ? 

ডিপিএলে একটি দল প্রতিবছর পেয়ে থাকে বিশেষ সুবিধা। এই সুবিধা দূর করতে স্ট্যাম্পে লাথি মেরেছিলেন সাকিব। দিতে হয়েছিল জরিমানা, পড়েছিলেন ম্যাচ নিষেধাজ্ঞাতেও। তবে এসব কোন কিছুই দৃশ্যপট বদলাতে পারেনি। চলতি আসরেও সেই দলের বিপক্ষে দেওয়ার হচ্ছে না খুব একটা সিদ্ধান্ত। যা নিয়ে নাখোশ তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। 

ডিপিএলের চলতি আসরে সবচেয়ে বড় বিপত্তি বেঁধেছে গতকাল। মুশফিকুর রহিমের খেলা শর্ট বাউন্ডারি লাইনে তালুবন্দি করেছিলেন আবু হায়দার রনি। ক্যাচ নেওয়ার সময় তার পা বাউন্ডারি স্পর্শ করলেও সেটি দেওয়া হয়েছে আউট। এখানে অবশ্য আম্পায়ারদের দোষ দেওয়ার কিছু নেই। কেননা এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের নৈতিকতাকে দেওয়া হয় প্রাধান্য। 

ডিপিএলে নেই আধুনিক কোন প্রযুক্তির ব্যবহার। বিসিবির ইউটিউব চ্যানেলে করা হয় ম্যাচ সম্প্রচার। সেখানে দেখা যায় ফিল্ডারের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছে। সেই ফুটেজ আম্পায়ারদের বারবার দেখানো হলেও সিদ্ধান্তে কোন পরিবর্তন আসেনি। কেননা এখানে তৃতীয় আম্পায়ারের কোন ব্যবস্থা নেই। যেখানে তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা নেই সেখানে ফুটেজ পরীক্ষা-নিরীক্ষারও কোন লিগ্যাল উপায়ও নেই। 

মুশফিকের বিতর্কিত আউটে শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। মাঠে প্রতিবাদ করলেও পরবর্তীতে এ নিয়ে মুখ খুলেননি কেউ। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলাতেও দেখা যায়নি। ডিপিএলের বাস্তবতা এমন বলে সকলে যখন ধরে নিয়েছে বিষয়টি এখানেই শেষ তখনই দৃশ্যপটে হাজির মুশফিকুর রহিমের ফেসবুক পোস্ট। 

শুক্রবার সকালে বাউন্ডারি লাইন স্পর্শের ছবি দিয়ে মুশফিক পোস্টে লিখেছেন,‘মাশাআল্লাহ’। এরপরই বিতর্ক আরও সামনে আসে। এতে কেউ সমালোচনা করছে ডিপিএল নিয়ে। কেউ আবার বলছে আবেগি মুশফিক। 

 

নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...