ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আম্পায়ারকে গ্রেফতার করতে মাঠে পুলিশ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ১৯:৫০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেটে তো কত ধরনের ঘটনায় ঘটে। তবে আম্পায়ারকে গ্রেফতার এমন ঘটনা এবারই প্রথম ঘটলো। যদিও ঠিক গ্রেফতার করা হয়নি, তবে টূর্ণামেন্ট কমিটির অভিযোগে আম্পায়ারদের গ্রেফতার করতে মাঠে এসেছিল পুলিশ। 

ঘটনাটি আমেরিকান লিগ ক্রিকেটে। টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে আম্পায়ারিং করতে চাননি আম্পায়াররা। আম্পায়ারদের দাবি তাদের পাওনা টাকা দেওয়া হয়নি। অপরদিকে আয়োজকদের দাবি আম্পায়াররা বাড়তি অর্থ দাবি করেছে। 

এ প্রসঙ্গে আম্পায়ার বিজয় প্রকাশ মালেলা বলেন, 'আমি আইসিসির প্যানেলে থাকা আম্পায়ার। গত ১০ দিন ধরে কাজ করছি আমেরিকান প্রিমিয়ার লিগে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করে দারুণ লাগল। কিন্তু আমাদের প্রাপ্য অর্থ না দিয়ে এভাবে বাদ দিয়ে দেয়াটা ঠিক হল না। আমাদের নিজেদের এখানে অর্থ খরচ করতে হয়েছে। আমরা অর্থ দাবি করতে গেলে পুলিশ ডাকা হয়। ওখান থেকে চলে আসা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না।'     
 
টুর্নামেন্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, 'আম্পায়ারদের প্রাপ্য অর্থ দেয়া হয়েছে। কিন্তু সেমিফাইনালের আগে আরও টাকা দাবি করেছেন তারা। এবং সেটা না দিলে তারা মাঠে নামবেন না বলেও হুমকি দিয়েছেন। সেই কারণে ড্যানি খান, বিজয় প্রকাশ মালেলা এবং ব্র্যায়ান ওয়েনসকে বাদ দিয়ে দেয়া হয়েছে প্রতিযোগিতা থেকে। মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে তাদের। ম্যাচ বন্ধ রেখে আম্পায়াররা এটা বলতে পারেন না। ব্ল্যাকমেইল করা হলে আমরা পুলিশে খবর দিই।'   
 
 
-নট আউট/এমআরএস  

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷