ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ওয়ানডে থেকেও অবসর নিলেন ওয়ার্নার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ০৯:১৭

ডেভিড ওয়ার্নার। ফাইল ছবি ডেভিড ওয়ার্নার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেটের বনেদী এই ফরম্যাটকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনিতে আগামী ৩ জানুয়ারি নিজের বিদায় টেস্ট খেলতে নামবেন এই তারকা তারকা ব্যাটার। কিন্তু আর মাঝেই অজি সমর্থকদের নতুন বছরের প্রথম দিনেই ওয়ার্নার দিলেন বড় ধাক্কা। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অজি ওপেনার।

২০২৪ সালের প্রথম দিনেই (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। ফলে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনাল হয়ে থাকল ডেভিড ওয়ার্নারের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে ওয়ার্নার খেলতে চান ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 

সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেছেন, 'অবশ্যই আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। ব্যাপারটা আমি বিশ্বকাপজুড়েই বলে আসছিলাম। এর মধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতলাম, যেটা অনেক বড় অর্জন। সুতরাং, আজ আমি দুটি সংস্করণ থেকেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি, যা আমাকে বিশ্বজুড়ে লিগ খেলার এবং ওয়ানডে দলকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। আমি জানি সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। সামনের দুই বছর আমি যদি ভালো ক্রিকেট খেলি এবং দলের কাউকে দরকার হয়, আমি থাকব।’

অবশ্য ওয়ার্নার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানবেন সেই গুঞ্জন ছিল আগে থেকেই। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ায় সেই গুঞ্জন হয় আরও জোড়ালো। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। যদিও টেস্ট এবং ওয়ানডেকে বিদায় জানালেও ওয়ার্নার নিশ্চিত করেছেন, চালিয়ে যাবেন টি-টোয়েন্টি ক্রিকেট। 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷