ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বৃষ্টি বিঘ্নিত মেলবোর্নে প্রথম দিনে অজিরা তুললো ১৮৭

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৮:০৩

মেলবোর্নে বৃষ্টির দাপট। গেটি ইমেজ মেলবোর্নে বৃষ্টির দাপট। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৩৬০ রানের বড় ব্যবধানে হেরেছিল সফরকারী পাকিস্তান। ওই ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং কিংবা ফিল্ডিং সবক্ষেত্রেই হতাশ করেছিল সফরকারীরা। বৃষ্টি বিঘ্নিত মেলবোর্ন টেস্টে প্রথম দিনে সবমিলিয়ে খেলা হয়েছে দুই সেশন।

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে প্রথম দিনে তুলতে পেরেছে ১৮৭ রান। এর মাঝে মেলবোর্ন টেস্টেও যেন প্রথম টেস্টের ধারাই বজায় রেখেছে শান মাসুদের দল। বল হাতে শাহিন আফ্রিদিরা ভয় ধরাতে ব্যর্থ হয়েছেন অজি ব্যাটাররাদের মনে। তেমনি ফিল্ডিংয়ে একাধিক সহজ ক্যাচই ছেড়েছে সফরকারী ফিল্ডাররা। দিনশেষ করার আগে মার্নাস ল্যাবুশেন ৪৪ ও ট্রাভিস হেড অপরাজিত থাকেন ১০ রানে।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

অস্ট্রেলিয়া: ১৮৭/৩ (৬৬ ওভার)

ল্যাবুশেন ৪৪*, খাজা ৪২;

সালমান ১/৫, হাসান আলি ১/২৮।

-নট আউট/টিএ 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷