ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রুতুরাজের বদলি হয়ে ভারত দলে অভিমুন্য

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ২০:৩১

ভারতীয় কোচের সঙ্গে অভিমুন্য। ফাইল ছবি ভারতীয় কোচের সঙ্গে অভিমুন্য। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালীন চোট পায় ভারতীয় ওপেনার রুতুরাজ গাইকোয়াদ। সেই চোট এবার এই ওপেনারকে ছিটকে দিলো আসন্ন টেস্ট সিরিজ থেকে। এই ওপেনারের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাকা হয়েছে অভিমুন্য ইশ্বরনকে।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে পাওয়া চোট পান রুতুরাজ গাইকোয়াদ৷ তাতেই এই ওপেনারকে টেস্ট সিরিজে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। এক বিবৃতি দিয়ে রুতুরাজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

অন্য দিকে রুতুরাজের পরিবর্তে দলে ডাক পাওয়া অভিমুন্য, ভারত ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকাতেই অবস্থান করছেন। দলে ‘ব্যাকআপ’ কোন ওপেনার না থাকায় সেঞ্চুরিয়নেই অভিষেক হয়ে যেতে পারে এই ওপেনারের। এর আগেও অন্যদের চোটে একাধিকবার ২৮ বছর বয়সী এই ওপেনার দলে ডাক পেয়েছিলেন। তবে, বরাবরই অভিষেকের অপেক্ষায় থাকা এই ওপেনারের অপেক্ষাটা কেবল বেড়েছে।

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷