ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইপিএল নয় স্টার্কের ঝোঁক টেস্ট ক্রিকেটে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫২

আইপিএলে রেকর্ড দামে বিক্রি স্টার্ক-কামিন্সরা। ফাইল ছবি আইপিএলে রেকর্ড দামে বিক্রি স্টার্ক-কামিন্সরা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসের আগের সব রেকর্ড ভেঙে দিয়ে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে স্টার্কের জাতীয় দলের সতীর্থ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে এর আগেও খেলে হয়েছে মিচেল স্টার্কের। দীর্ঘ ৮ বছর পর ফের আইপিএল মঞ্চ মাতাবেন এই অজি পেসার। মাঝের সময়টায় জাতীয় দলের জন্য আইপিএলকে বলেছিলেন ‘না’। এবার রেকর্ড মূল্যে বিক্রি হলেও স্টার্ক এগিয়ে রাখছেন নিজ দেশকেই। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে-তে নামা আগে এই পেসার জানিয়েছেন, দেশের হয়ে আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেটের দিকেই বেশি ঝোঁক তার।

মিচেল স্টার্ক বলেছেন, ‘আমার কাছে এখনো টেস্ট ক্রিকেটের গুরুত্বই সবচেয়ে বেশি। টেস্ট ক্রিকেট নিয়ে আমার কিছু চাওয়ার আগেই আমার শরীর সেটি জানিয়ে দেবে। আইপিএলের মতো মানসম্মত টুর্নামেন্টে খেলার মাধ্যমে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারবো।’

বক্সিং ডে টেস্টে নামার আগে পাকিস্তানকে নিয়েও চক আঁকছেন এই বাঁহাতি পেসার। বাবরদের নাস্তানাবুদ করাতেই তাই সব মন এখন স্টার্কের। মেলবোর্ন টেস্টে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে স্টার্ক বলেছেন, ‘গত কয়েক বছর ধরে এটি (মেলবোর্ন) আমাদের বোলারদের জন্য অধিক ফ্রেন্ডলি হয়ে উঠেছে। আইপিএলের নিলাম অনুষ্ঠিত কেবল। এটি এপ্রিল মাস নয়। সুতরাং আমি আরও ৫/৬টি ম্যাচে মনোযোগ দিতে পারবো।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷