ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

দুই পেসারের অভিষেক করিয়ে পার্থে নামছে পাকিস্তান 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:১১

অভিষেক হচ্ছে পেসার আমির জামিলের। ফাইল ছবি অভিষেক হচ্ছে পেসার আমির জামিলের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ রাত পোহালেই পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। রীতি মেনে পার্থ টেস্টের একাদশ একদিন আগেই প্রকাশ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অন্য দিকে সফরকারী পাকিস্তানও নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে একদিন আগে৷ যেখানে রাখা হয়েছে দুই অনভিষিক্ত ক্রিকেটারকে।

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হচ্ছে দুই পাক পেসার আমের জামাল ও খুররম শেহজাদের। ইনজুরিতে ছিটকে যাওয়া অনুমেয়ভাবেই নেই লেগ স্পিনার আবরার আহমেদ। তাই একাদশে কোন অভিজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নামছে পাকিস্তান। দুই পেসারের অভিষেকের ম্যাচে দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার হাসান আলি।

 অন্যদিকে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। অ্যাশেজে চোট পাওয়া তারকা স্পিনার নাথান লায়ন ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে। এছাড়া ক্যামেরন গ্রিনের জায়গায় খেলবেন মিচেল মার্শ।

পার্থে এর আগে সবশেষ দুই দশক আগে খেলেছিল পাকিস্তান দল। পার্থে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে হেরেছে সবকটিতেই। অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের সবশেষ জয়টাও এসেছে সেই ১৯৯৫ সালে। এবার তাই নয়া কাপ্তান শান মাসুদের সামনে বড় চ্যালেঞ্জ হারের বৃত্ত ভাঙার।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ।

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷