ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জিম্বাবুয়েকে হারানো ফেক কনফিডেন্স নাহ: তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০২৪ ১৯:৪৩

বল হাতে ছন্দে তাসকিন আহমেদ। ছবি: বিসিবি বল হাতে ছন্দে তাসকিন আহমেদ। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ আগামী মাসেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন বিশ্ব আসরের আগে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দিচ্ছে টাইগাররা। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতে নিজেদের করে নিয়েছে নাজমুল শান্তর দল। বিশ্বকাপের আগে এই সিরিজ নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা দিবে টাইগারদের। 

এদিকে অনেকের মতেই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের মতো দলকে হারানো স্রেফ ফেইক কনফিডেন্স। কেননা, ২০ দলের এবারের বিশ্ব আসরে খেলার যে যোগ্যতাই অর্জন করেনি দ্য রেডশিয়ানরা। অবশ্য অতীত ইতিহাসও কিন্তু তাই বলে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্পিন বান্ধব উইকেট বানিয়ে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে তুড়ি মেরে উড়িয়ে দেয় বাংলাদেশ।

কিন্তু বিশ্বকাপেই বাস্তব অভিজ্ঞতার সাক্ষী হয় বাংলাদেশ। কোনমতে বাছাই পর্ব টপকে গেলেও মূল পর্ব থেকে খালি হাতেই ফিরতে হয় বাংলাদেশকে। এবার জিম্বাবুইয়ানদের বিপক্ষে একচেটিয়া দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তাসকিনরা কি তবে ফেক কনফিডেন্স নিয়েই যাচ্ছে বিশ্বকাপ খেলতে।

এমন প্রশ্নের জবাবে দেশের তারকা পেসার তাসকিন আহমেদের, সোজাসাপটা উত্তর ‘নাহ’। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এদিন তাসকিন আহমেদ বলেছেন, ‘ফেক কনফিডেন্স না। ভালো খেলতে পারলে তো যে কোনো জায়গায় কনফিডেন্স বুস্ট আপ হয়।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে এমন পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপে মানসিকভাবে চাঙ্গা করবে দলকে দাবি তাসকিন আহমেদের। যদিও এই ডানহাতি পেসার স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কন্ডিশন বাংলাদেশের চাইতে অনেকটাই ভিন্ন। তিনি বলেছেন, ‘কন্ডিশনের দিক থেকে চিন্তা করলে, আমরা জানি না যে যুক্তরাষ্ট্রের কন্ডিশন কেমন হবে। মোস্টলি ড্রপ-ইন উইকেটে খেলা হতে পারে। আমি নিশ্চিত আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই সেখানে খেলার অভিজ্ঞতা কম। ওখানে গিয়ে আসলে নতুনভাবে মানিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশে খেলি এবং খেলতে হবে। কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারব না! যদি আরেকটু স্পোর্টিং কন্ডিশন হইতো, তাহলে হয়তোবা বেটার হইতো; কিন্তু স্টিল আমাদের কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে।’

তাসকিন যোগ করে আরও বলেছেন, ‘আরেকটা জিনিস যেটা, যখন ইউএসএতে যাব, তখন কিন্তু পুরো নতুনভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। একটা ভালো দিক হচ্ছে সেখানে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটা ম্যাচ খেলব। ওখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যাইতে পারে।’ 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।