ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

লাহোর দিয়ে ভারতের মন রক্ষার চেষ্টায় পিসিবি 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২৪ ১১:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল হাইব্রিড মডেলে। আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিও একই পদ্ধতিতে খেলতে চায় ভারত। কেননা এশিয়া কাপের মতই এ আসরও অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সর্বোচ্চ চেষ্ঠা করছে ভারতের পাকিস্তান সফর নিশ্চিত করতে। যার ফলে ইতমধ্যে দিয়েছে নতুন এক প্রস্তাবনা। 

নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবার তারা ভারতের সব ম্যাচ কেবল লাহোরেই আয়োজন করতে চায়। একই শহরে হবে টুর্নামেন্টটির ফাইনালও।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তারা বলছে, এক শহরে ভারতের ম্যাচ আয়োজন করলে, লজিস্টিকস এবং ভ্রমণকেন্দ্রিক নিরাপত্তাজনিত মাথাব্যথা কমে যায় পিসিবির। এছাড়া লাহোর শহরের অবস্থান ভারত-পাকিস্তানে ওয়াগাহ সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি জায়গায়। আর এর মাধ্যমে সহজেই ভারতীয় দর্শকরা দেশটিতে প্রবেশের সুযোগ থাকছে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরি সম্পর্ক নতুন কিছু নয়। গত ১৭ বছর ধরে পাকিস্তানে খেলতে যাচ্ছে না ভারত। অপরদিকে নিজ দেশে বৈশ্বিক টূর্ণামেন্ট আয়োজনে মরিয়া হয়ে রয়েছে দেশটি। কেননা ১৯৯৬ সালের পর থেকে এখন পর্যন্ত কোন টূর্ণামেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷