ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শতক মিস কোহলির, জয়রথ ছুটছে আরসিবির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৪ ০০:১৯

প্রতিনিয়ত হাসছে কোহলির ব্যাট। ছবি: আইপিএল প্রতিনিয়ত হাসছে কোহলির ব্যাট। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ চারের লড়াইয়ে খানিকটা টিকে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। যদিও কাগজে-কলমে টিকে থাকলেও শেষ চার দু'দলের জন্যই এখন প্রায় অসম্ভব। তাই অনেকটা নিয়মরক্ষার ম্যাচ খেলতেই শুক্রবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে বিরাট কোহলির সেঞ্চুরি মিসের দিনে, রাইলি রুশো ঝড় সামলে টানা চর্তুথ জয়ের দেখা পেয়েছে আরসিবি।

ব্যাঙ্গালুরুর দেওয়া ২৪২ রানের পাহাড় টপকাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাঞ্জাব হারায় ওপেনার প্রভুসিমরান সিংয়ের উইকেট। এরপর নেমেই ঝড় তোলেন রাইলি রুশো। দ্বিতীয় উইকেট জুটিতে তাকে দারুণ সঙ্গ দেন জনি বেয়ারেস্টো। দু'জনই দ্রুত তুলতে থাকেন রান। গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। 

২৭ রান করা জনি বেয়ারেস্টোকে ফিরিয়ে ব্যাঙ্গালুরুকে সাফল্য এনে দেন লুকি ফার্গুসন। তবে, অন্যপ্রান্তে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নেওয়া রুশো তখনও চালাচ্ছেন তাণ্ডব। তাতেই ৯ ওভার পার করার আগেই পাঞ্জাব পেরোয় দলীয় শতরানের গণ্ডি। এরপর রুশোকে ফিরিয়ে ব্যাঙ্গালুরুকে ম্যাচে ফেরান করণ শর্মা। ফেরার আগে ৯ চার ও ৩ ছক্কায় ২৭ বলে রুশো করেন ৬১ রান।

রুশোর বিদায়ের পর ধস নামে পাঞ্জাবের ব্যাটিং শিবিরে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় দলটি। বাকিদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে শশাঙ্ক সিং করেন ৩৭ রান। তাতেই কমছে পাঞ্জাবের হারের ব্যবধান। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানে থামে পাঞ্জাবের ইনিংস। ফলে, ৬০ রানের দাপুটে জয় পায় ব্যাঙ্গালুরু। দলটির পক্ষে মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট। এছাড়া লুকি ফার্গুসন, স্বপ্নীল সিং ও করণ শর্মা নেন ২ উইকেট করে।

ধর্মশালায় এর আগে ব্যাট করে বিরাট কোহলির ব্যাটে চড়ে ২৪১ রানের পাহাড় গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৭ চার ও ৬ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে ফিরেন বিরাট কোহলি। এছাড়া ৩ চার ও ৬ ছক্কায় ঝড়ো ৫৫ রানের ইনিংস খেলেন রজত প্রতিদার। ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে আসে ৪৬ রান। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...