ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রুতুরাজের ইটের জবাবে ম্যাক্সওয়েলের পাটকেল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩ ২৩:১৭

শতক হাঁকালেন ম্যাক্সওয়েল। গেটি ইমেজ শতক হাঁকালেন ম্যাক্সওয়েল। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার সুযোগ ভারতের সামনে। অন্য দিকে সিরিজে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা ছিল না অস্ট্রেলিয়ার জন্য। গৌহাটিতে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিলে বিশ্বকাপে দুই ফাইনালিস্ট। হাইভোল্টেজ এই ম্যাচে দু'দলই করেছে রান উৎসব।

এদিন আগে ব্যাট করতে নেমে রুতুরাজ গাইকোয়াদের সেঞ্চুরিতে চড়ে ২২২ রানের পাহাড় গড়ে ভারত। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে রুতুরাজ অপরাজিত থাকেন ১২৩ রান করে। জবাব দিতে নেমে দারুণ শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া। মার খেয়েই যেন হুশ ফিরে ভারতীয় বোলারদের।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ধরেন অজিদের হাল। শেষ দিকে একাই দলকে টেনে নিয়ে যান জয়ের দিকে। তাকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক ম্যাথু ওয়েড। রুতুরাজের সেঞ্চুরির জবাবে দারুণ এক সেঞ্চুরি তুলে শেষ বলে অজিদের জয় এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ উইকেটের জয়ে সিরিজে টিকে থাকল অজিরা।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷