ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে সিরাজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩ ১৫:০৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: শাহিন আফ্রিদিকে টপকে ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে মোহাম্মদ সিরাজ৷ বুধবার আইসিসির প্রকাশিত হালনাগাদকৃত তথ্যে উঠে এসেছে এই তথ্য৷

৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিরাজ। তাকে জায়গা দিয়ে পাঁচে আছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। আর গত সপ্তাহে দুইয়ে থাকা জশ হ্যাজলউড শাহিনের সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছেন। এই তিন পেসারের মাঝে আছেন তিন স্পিনার।

দুই ধাপ এগিয়ে দুইয়ে আছেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনারের পয়েন্ট ৬৯৪। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাডাম জাম্পা আছেন তিনে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬২। তার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷