ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজের গতিতে বিধ্বস্ত উইন্ডিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ১৮:০০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: মোহাম্মদ সিরাজের গতিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঘরের মাঠেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ক্যারিবীয়রা।

সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে হারে উইন্ডিজ। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৪৩৮ রানের পাহাড় গড়ে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ২২৯ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রোববার চতুর্থদিনে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে মাত্র ২৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬০ রানে পাঁচ উইকেট নেন সিরাজ। টেস্টে ভারতীয় পেসারের দ্বিতীয় পাঁচ উইকেট এটি।

১৮৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে লিড বাড়াচ্ছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ১১৮ রান করে ভারত।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷