ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

জাতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে ফাফ ডু প্লেসির!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৩ ০০:১২

প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ও ফাফ ডু প্লেসি। ফাইল ছবি প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ও ফাফ ডু প্লেসি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক ও প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও এই তারকা ব্যাটার। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিরাট কোহলির সঙ্গে রেকর্ড গড়া ১৭২ রানের জুটিতে বড় জয় উপহার দিয়েছেন দলকে।

চলতি মৌসুমে আইপিএলে ১৩ ম্যাচ খেলা ফাফ করেছেন ৭০২ রান। যার মধ্যে ৮ ইনিংসেই খেলেছেন পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তাতেই নতুন করে আলোচনায় এই প্রোটিয়া তারকা। কেননা, জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য আছেন তিনি। কিন্তু ডু প্লেসির যে ফর্ম, যদি আবারও প্রোটিয়া দলে ফেরেন, তাহলে অবাক হওয়ার ও অবশ্য কিছু নেই।

এদিকে ভারতীয় উইকেটরক্ষক ও আইপিএলে ফাফ ডু প্লেসির সতীর্থ দিনেশ কার্তিক মনে করেন, দক্ষিণ আফ্রিকা দলে ফেরা উচিত ডু প্লেসির। এমনকি ফাফের জাতীয় দলে না ফেরার কোন কারণও দেখছেন না তিনি।

আইসিসি রিভিউয়েতে কার্তিক বলেছেন, ‘ফাফ ডু প্লেসি যে চমৎকার ফর্মে আছে, তাতে আমি মোটেও অবাক নই। সে দারুণ একজন ক্রিকেটার। সে দলের দারুণ একজন নেতাও। আমি সর্বশেষ চার বছর ধরে দেখছি, আইপিএলে ডু প্লেসি ধারাবাহিকভাবে ভালো করছে। এবার তো সে আরও বেশি ধারাবাহিক, আরও বেশি কার্যকর। আমি মনে করি, ডু প্লেসিকে যদি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে না নেয়, তাহলে তারা কিছু একটা মিস করবে। সে তৈরিই আছে। ডু প্লেসি এমন একজন ক্রিকেটার, যে দলকে নেতৃত্ব দিয়ে হোক কিংবা ব্যাটসম্যান হোক, একটা পার্থক্য গড়ে দেবেই।’

জাতীয় দলে ফেরা নিয়ে গত সপ্তাহে মুখ খুলেছিলেন ফাফ ডু প্লেসি নিজেই। সেখানেই ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দলে ফেরা নিয়ে। এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ডু প্লেসি বলেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ যে দক্ষিণ আফ্রিকা দলের কোচ আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমার শারীরিক অবস্থার খবর নিয়েছেন।’

এদিকে জাতীয় দলে ফেরা হলেও ওয়ানডে ফরম্যাটে না ফেরার সম্ভবনাই বেশি প্রোটিয়া তারকা। তাই আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই চোখ রাখছেন তিনি। এই প্রসঙ্গে ফাফ ডু প্লেসি বলেছেন, ‘কোচ আমার কাছে জানতে চেয়েছেন, আমি শারীরিক ও মানসিক দিক দিয়ে পুরোপুরি ফিট কি না। এ মুহূর্তে মনে হচ্ছে ফিট। কিন্তু ওয়ানডে ক্রিকেট পুরোপুরি অন্য ব্যাপার। সেখানে ৫০ ওভার মাঠে থাকতে হয়, ফিল্ডিং করতে হয়। আইপিএলের পর এ নিয়ে ভাবব। তবে আমি ২০২৪ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর দিচ্ছি। কোচের সঙ্গে আমার সেটি নিয়েও কথা হয়েছে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷