ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের চোখে ‘মুস্তাফিজ’ বিশ্বসেরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ২০:১৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ প্রাইভেট বিমানে ঢাকা থেকে মুস্তাফিজকে তুলে নিয়েছিল দিল্লি ম্যানেজম্যান্ট। যদিও শুরুর তিন ম্যাচে বাংলার এই পেসার সুযোগ পায়নি একাদশে। দলের চতুর্থ ম্যাচে ছিলেন একাদশে। নিজের করা ৪ ওভারের দুইটিতেই ছিলেন খরুচে। বাকি দুই ওভারে অবশ্য রানের চাকা টেনে ধরে দিল্লিকে রেখেছিলেন লড়ােইয়ে।

 

বল হাতে ৪ ওভারে খরচ করেছেন ৩৮। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাঝঘরে ফিরিয়েছেন রোহিত শর্মাকে। এই মুস্তাফিজুরকে নিয়ে খুশি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচ শেষে করেছেন প্রশংসা। 


ওয়ার্নার বলেন, ‘দেখুন নরকিয়া ও মুস্তাফিজ ডেথ ওভারে বিশ্বসেরা। আজ তারা সেটা প্রমাণ করেছে। তবে মুম্বাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার টিম ডেভিড শেষে এসে জয় ছিনিয়ে নিল। আপনি যদি শেষ তিনটি ম্যাচ দেখেন, এককথায় অসাধারণ। তবে প্রতিটি ম্যাচেই শেষে গিয়ে আমরা খেই হারিয়ে ফেলছি। তবে সবাই দুর্দান্ত খেলেছে। আমরা দুটো বল খারাপ করেছি, আর এতেই ম্যাচ শেষ। আমরা যে এভাবে ম্যাচে ফিরতে পেরেছি, এটাই অনেক কিছু।’

মুস্তাফিজ ও নরকিয়ার বোলিং প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘নরকিয়ার পাশাপাশি মুস্তাফিজ থেকে আমরা এমনটাই আশা করি। তারা দুজনই বিশ্বসেরা। তবে আমার মনে হয়, গত ৩ ম্যাচে আমরা বেশ কিছু ইতিবাচক জিনিস পেয়েছি। বিশেষ করে আমরা একসঙ্গে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলছি। অক্ষরের আরো ওপরে ব্যাট করা উচিত।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷