ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ১৫:৩৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ২০২০! হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। এরপর অবসর নিয়ে কথা বলেছিলেন খোলাখুলিভাবেই। তৎকালীন পিসিবি প্রধান রমিজ রাজা ও নির্বাচক প্যানেলের কারনেই ২৮ বছর বয়সেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। তবে এবার আরেকবার জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় পাকিস্তানি পেসার। 

 

পাকিস্তানের ‘সামা টিভির’ দাবি পিসিবির এক নির্বাচক আমিরকে সবুজ সংকেত দিয়েছে। আমিরের ম্যানেজারের সাথে যোগাযোগ করে বলা হয়েছে আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনা করছে বোর্ড। তাই হলে আমিরের ফিরতে বাঁধা নেই আর। 

 

অবসর নেওয়ার পর বলেছিলেন রমিজ রাজা ও তার নির্বাচক প্যানেল না থাকলে জাতীয় দলের জার্সিতে ফিরবেন তিনি। অপরদিকে বছরের শুরুতে পিসিবি বর্তমান প্রধান নাজাম শেঠি বলেছেন, জাতীয় দলে আমিরের ফিরতে নেই কোন বাঁধা। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷