ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রান বন্যার ম্যাচে তীরে এসে ডুবল দ.আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ১০:২৬

সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। গেটি ইমেজ সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জোহানেসবার্গে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে সেয়ানে সেয়ান লড়াই করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। রান বন্যার এই ম্যাচে তীরে এসে অবশ্য তরী ডুবেছে স্বাগতিকদেরই। ফলে, তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।

জোহানেসবার্গে এদিন আগে ব্যাট করে, শেষ দিকে রোমারিও শেইফার্ডের ঝড়ে ২২০ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটার অপরাজিত থাকেন ২২ বলে ৪৪ রান করে। এছাড়া নিকোলাস পুরান ৪১ ও ব্র‍্যান্ডন কিং করেন ৩৬ রান। 

জবাব দিতে নেমে রেজা হেনডিক্সের ব্যাটে বেশ ভালোই লড়াই করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ দুই ওভারে ৩৫ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। ১৯তম ওভারে মাত্র ৯ রান খরচায় আলজেরি জোসেফ ফেরান তিন প্রোটিয়া ব্যাটারকে। শেষ পর্যন্ত বোর্ডে ২১৩ রান তুলেই থামতে হয়েছে স্বাগতিকদের। ফলে, ৭ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। দলটির পক্ষে ৪০ রান খরচায় ৫ উইকেট নেন আলজেরি জোসেফ। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷