ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞদের ফিরিয়ে দল ঘোষণা শ্রীলঙ্কার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ০৪:৫৮

দুই বছর পর দলে ফিরলেন পেরেরা। ফাইল ছবি দুই বছর পর দলে ফিরলেন পেরেরা। ফাইল ছবি

আসসালামু আলাইকুম 

নট আউট ডেস্কঃ চলমান ওয়েলিংটন টেস্ট শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা দল। আসন্ন এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার দলে ফেরার পাশাপাশি রয়েছে একাধিক নতুন মুখ।

লঙ্কানদের ১৮ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুউস ও কুশল পেরেরা। দু'জনই লঙ্কানদের রঙিন পোশাকে দীর্ঘদিন দিন ধরেই ছিলেন ব্রাত্য। ২০২১ সালের নভেম্বরের পর ম্যাথুউসের প্রত্যাবর্তন ওয়ানডে সিরিজে। অন্যদিকে টি-টোয়েন্টিতে পেরেরা ফেরাটা ২০২১ সালের মার্চের পর।

এদিকে চোট কাটিয়ে পুরোপুরি সেরে না উঠায়, লঙ্কানদের তারকা পেসার দুশমেন্থ চামিরার জায়গা হয়নি দলে। তবে কাঁধের চোট সারিয়ে লঙ্কানদের টি-টোয়েন্টি দলে ফিরেছেন কুশল জেনিথ। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাহান আরাচিগে ও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওপেনার লাসিথ ক্রসপুলে। 

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, নুওয়ানিদু ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুউস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েললাগে, মাহেশ থিকসিনা, কাসুন রাজিথা, লাহিরু কুমার, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারত্নে এবং মাথিশা পাথিরানা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা, লাসিথ ক্রুসপুলে, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিদু ফার্নান্দো, মহেশ থিকসিনা, দুনিথ ওয়েললাগে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা এবং প্রমোদ মদুশান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷