ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল শ্রীলঙ্কা, ফাইনালে ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ১৯:৩০

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হলো শ্রীলঙ্কা। গেটি ইমেজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হলো শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ক্রাইস্টচার্চ টেস্টে জিততে শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান। শতক হাঁকানো কেন উইলিয়ামসনের ব্যাটে সেই সমীকরণটা কিউইরা নিয়ে আসে ১ বলে ১ রানে। লঙ্কান পেসার আসিতা ফার্নান্দোর করা শর্ট বলকে পুল করতে চেয়েছিলেন উইলিয়ামসন। তবে, বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন এই ব্যাটার।

তাতেই বল সরাসরি উইকেটকিপার নিরোশান ডিকভেলার গ্লাভসে গিয়ে ধরা পড়ে। এদিকে এক রানের সমীকরণে দুই কিউই ব্যাটারই দিলেন ভোঁদৌড়। লঙ্কান উইকেটকিপার বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভাঙতে চাইলেও হয়েছেন ব্যর্থ। তবে, ফিরতি বল তুলে আসিতা ফার্নান্দো সেই বল থ্রো করলেন নন স্ট্রাইক প্রান্তে। তাতেই সরাসরি থ্রোয়ে ভেঙে গেল স্টাম্প। জন্ম নিলো নাটকীয়তার।

টিভি রিপ্লেতে দেখা গেল, বল স্ট্যাম্প ভাঙার আগেই কেন উইলিয়ামসন ক্রিজে পৌঁছে গেছেন। তাতেই রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ বলে গিয়ে জয় তুলে নিল নিউজিল্যান্ড। সেই সাথে কপাল পুড়লো শ্রীলঙ্কার। শেষ বলে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নও ফিঁকে হয়ে গেল তাদের। আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে রোহিত শর্মার ভারত।

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷