ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ আসছে রোহিত 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২ ০৬:১৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চোট নিয়ে সেই ম্যাচ খেললেও তৃতীয় ম্যাচের আগেই চলে গিয়েছিলেন নিজ দেশে। সেখানে চিকিৎসা নেওয়ার পর আবারও বাংলাদেশে আসবেন এই ড্যাশিং ওপেনার। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচ খেলার সম্ভাবনাও শতভাগ। 

 

রোহিতের অনুপস্থিতিতে তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে জয়ের পর প্রথম টেস্টেও দাপট দেখাচ্ছে সফরকারীরা। চট্টলার টেস্ট জয়ের জন্য বাংলাদেশর লক্ষ্য মাত্রা ৫১২, তৃতীয় দিন শেষে এখনও প্রয়োজন ৪৭১ রান। 

 

বিশ্বকাপ ব্যর্থতা ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর নেতৃত্ব নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন রোহিত শর্মা। সফরের মাঝে জরুরী তলবের কথা জানানো হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে। সফর শেষে দেশে ফিরলেই কোহলি-রোহিতদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনায় বসার কথা রয়েছে বোর্ডের। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷