ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে দায়িত্ব হারাচ্ছেন দ্রাবিড়!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ০১:৩৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নেড়চড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগামী আসরকে সামনে রেখে ভিন্ন পরিকল্পনায় হাটছে বোর্ড। অধিনায়কের সাথে কোচিং প্যানেলেও পরিবর্তন দেখা যাবে দ্রুত।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে 'টাইমস অব ইন্ডিয়া'। জানা গেছে, টি-টোয়েন্টি দলের একটানা ব্যর্থতার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিসিআই সংশ্লিষ্টরা।

 

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছে, 'আমরা ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখছি। রাহুল দ্রাবিড়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই আমাদের, তবে হেড কোচের একটানা সূচি নিয়ে আমরা ভাবছি এবং বিশেষ দক্ষতার কোনো কোচ আমাদের দরকার। টি-টোয়েন্টি ক্রিকেট এখন অনেকটাই আলাদা। এখানে ব্যস্ত সূচি থাকে, নিয়মিত ইভেন্ট থাকে। এটায় পরিবর্তন দরকার। শীঘ্রই ভারতের নতুন টি-টোয়েন্টি কোচিং প্যানেল আসছে।'


'কবে আসবে সেটা আমরা এখনই বলতে পারছি না। তবে টি-টোয়েন্টি সেট-আপে অবশ্যই নতুনত্ব দরকার। জানুয়ারির আগে আমরা এই ফরম্যাটে নতুন একজন অধিনায়কের নাম ঘোষণা করব। নতুন কোচের নামও। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।'

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷