ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারের সংখ্যা আরও কমবে!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২ ১৮:৫৯

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড৷ ছবি সংগৃহীত অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আধুনিক ক্রিকেটে আইসিসির দেওয়া ব্যস্ত সূচীতে পরিশ্রান্ত ক্রিকেটাররা৷ অপরদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ সেই সাথে অল্প সময় অধিক টাকা আয়ের সুযোগ৷ সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করছেন ক্রিকেটাররা৷ এর ফলেই তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারের সংখ্যা কমছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

 

ম্যাকডোনাল্ড বলেন, 'আমি মনে করি, আগামী চার-পাঁচ বছরের মধ্যে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররের সংখ্যা আরও কমে যাবে। যারা ১২ মাসই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে।'

 

বিশ্বের লিগগুলোতে যে কয়েকজন ক্রিকেটারের চাহিদা আকাশচুম্বী তাদের একজন ডেভিড ওয়ার্নার৷ বাইরের মত জাতীয় দলের দায়িত্ব পালনেও পটু৷ বয়স ৩৬ হলেও খেলে যাচ্ছেন তিন ফরম্যাটে৷ অবশ্য এক বছরের মধ্যে ছেড়ে দিতে চান টেস্ট ক্রিকেট৷ এর পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বয়স বেশি ভাবিয়েছে এই ওপেনারকে৷


ওয়ার্নার প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, 'ডেভিড ওয়ার্নারের তিন ফরম্যাটে খেলার সামর্থ্য প্রামণ করে যে, আসলেই সে একজন দুর্দান্ত খেলোয়াড়। বর্তমান সময়ে শুধুই অস্ট্রেলিয়া নয়, পুরো বিশ্বজুড়েই এমন ক্রিকেটার আপনি খুব একটা খুঁজে পাবেন না।'

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷