ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

অক্টোবরের সেরার দৌড়ে রাজা-কোহলি!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০৩:০২

বিরাট কোহলি ও ডেভিড মিলার। ফাইল ছবি বিরাট কোহলি ও ডেভিড মিলার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গত এশিয়া কাপ থেকেই দুর্দান্ত ছন্দে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এশিয়া কাপের সেই ফর্ম বিরাট টেনে এনেছেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আসর এখন পর্যন্ত সর্বাধিক রানের মালিক এই তারকা চার ম্যাচের মধ্যে তিনটিতেই করেছেন অর্ধশতক। 

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিশ্ব আসরের মঞ্চে বিরাট কোহলি খেলেছেন অতিমানবীয় ইনিংস। দলও শেষ পর্যন্ত জিতেছে শেষ বলে গিয়ে। এবার অবিশ্বাস্য এই ইনিংসে, আইসিসির স্বীকৃত পুরষ্কার পাওয়ার দৌড়ে লিখে ফেললেন নিজের নাম খানা। 

অক্টোবরের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত নামের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখান বিরাট কোহলির সঙ্গে জায়গা পেয়েছেন প্রোটিয়া তারকা ডেভিড মিলারও, সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

নভেম্বরের শুরুতে গত মাসের সেরা ইনিংস এবং ক্রিকেটারদের নির্বাচনের পথে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার সেই দৌড়ে কোহলির সঙ্গী হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

পাকিস্তানের বিরুদ্ধে তারকাখচিত ইনিংস খেলা বিরাট কোহলি, অর্ধশতক হাঁকিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষেও। এর আগে অক্টোবরেই প্রোটিয়াদের বিপক্ষে খেলেছিলেন ২৮ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতেই সেরা তিনে জায়গা পেয়েছেন এই তারকা ক্রিকেটার।

অন্যদিকে অক্টোবরে ভারত সফরে, ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। অই সফরেও মিলার খেলেছিলেন ৭৫ রানেরও দুর্দান্ত এক ইনিংস। এছাড়া চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে মিলার খেলেন ম্যাচ জয়ী ৫৯ রানের ইনিংস। মাস সেরা খেলোয়াড়ের দৌড়ে তাই বেশ খানিকটাই এগিয়ে থাকবেন মিলার।

এছাড়া জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে তুলতে, সিকান্দার রাজা রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আইরিশদের বিরুদ্ধে প্রথম রাউন্ডে এই তারকা ব্যাটার খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস। স্কটিশদের বিপক্ষেও খেলেছিলেন ঝড়ো ইনিংস। এছাড়া বল হাতেও দলকে জেতাতে রেখেছেন অবদান। তাই কোহলি-মিলারদের সঙ্গে সেরার দৌড়ে রাজাও থাকছেন এইবার।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷