ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

অবিশ্বাস্য! ক্রিকেটে স্যাম নর্থইস্টের অপরাজিত ৪১০

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০৫:৪৪

স্যাম নর্থইস্ট। ছবি সংগৃহীত স্যাম নর্থইস্ট। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’তে রেকর্ড গড়েছেন স্যাম নর্থইস্ট। লেস্টারশায়ারের বিপক্ষে খেলেছেন ৪১০ রানের ব্যক্তিগত ইনিংস। এসময় তিনি মোকাবেলা করেছেন ৪৫০ বল। এমন ইনিংস তিনি সাজিয়েছেন ৪৫ চার ও ৩ ছয়ে। 

শনিবার (২৩ জুলাই) এমন কীর্তি গড়েছেন ৩২ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার। প্রায় ১৮ বছর পর আরেকবার বাইশ গজে এমন ইনিংস দেখলো ক্রিকেট দুনিয়া। এর আগে ২০০৪ সালে ৪০০ রানের ইনিংস খেলেছিলেন উইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে গ্লামরগান। লেস্টার টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৪ রান করেছিল। সেই রান টপকাতে নেমে নর্থইস্টের মহাকাব্যিক ইনিংসে চড়ে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ৫ উইকেটে ৭৯৫ রান তুলেছে গ্লামরগান, লিড ২১১। 

 

প্রথম শ্রেণির ক্রিকেটে চারশোর বেশি রান-

ব্রায়ান লারা ৫০১*
হানিফ মোহাম্মদ ৪৯৯
ডন ব্র্যাডম্যান ৪৫২*
বিবি নিম্বালকার ৪৪৩*
বিল পন্সফর্ড ৪৩৭
বিল পন্সফর্ড ৪২৯
আফতাব বালুচ ৪২৮
আর্কি ম্যাকলরেন ৪২৪
স্যাম নর্থইস্ট ৪১০*
গ্রায়েম হিক ৪০৫*
ব্রায়ান লারা ৪০০*

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷