ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

‘কোহলিকে কখনও ছেঁটে ফেলা যায় না’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২২ ০৩:৩৯

বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। ছবি সংগৃহীত বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। ২০১৯ সালের পর থেকে কোনো সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ইতোমধ্যেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে ভারতের ক্রিকেটাঙ্গনে।

উইন্ডিজ সিরিজ থেকে ফের বিশ্রামে গেছেন কোহলি। তবে এই সময়েও কোহলির পাশে আছেন জাতীয় ও আইপিএল দলের সতীর্থ দীনেশ কার্তিক।


ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘বিরাটের অভিজ্ঞতা অনেক। সে এবার একটা বিরতি পেয়েছে, ফিরবে তরতাজা হয়ে। আশা করি, অসাধারণ কিছু করবে সে। বিরাটের মতো খেলোয়াড়কে কখনও ছেঁটে ফেলা যায় না। ’

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন পারফর্ম করে ভারতীয় দলে ফের জায়গা পেয়েছেন কার্তিক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেরাটা কখনই সহজ ছিল না। কঠোর পরিশ্রম করেছি আমি। এই মুহূর্তে ভারতীয় দলের রির্জাভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে, দলে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা চলতেই থাকবে। এটাই ভারতীয় ক্রিকেটের সৌন্দর্য্য। ’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷