ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাউথ আফ্রিকা লিগের প্রতিটি দলের মালিকানায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ২১:৪৪

সাউথ আফ্রিকা লিগ। ছবি সংগৃহীত সাউথ আফ্রিকা লিগ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী বছরের প্রথম মাসেই শুরু হওয়ার কথা রয়েছে সাউথ আফ্রিকা লিগ। যেখানে অংশগ্রহন করবে মোট ছয়টি দল। এই ছয় দলের মালিকানায় থাকছে আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।


কয়েকদিন আগে লিগে দল কিনতে আগ্রহী তালিকা প্রস্তুতে বিজ্ঞাপন প্রকাশ করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে সেখানে আগ্রহ দেখিয়েছিল ২৯টি প্রতিষ্ঠান।


ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকা লিগে দল পেতে যাচ্ছে মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স, এন শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংস, পার্থ জিন্দালের দিল্লি ক্যাপিটালস, মারনসের সানরাইজার্স হায়দরাবাদ, সঞ্জীব গোয়েনকার লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং মনোজ বাদালের রাজস্থান রয়্যালস।


ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী এই ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে দল কিনতে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে মুম্বাই ও চেন্নাই। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের পছন্দের শহর বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে। ক্যাপ টাউনের ফ্র্যাঞ্চাইজিটি নিতে আগ্রহ প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজিটি নিতে চাচ্ছে চেন্নাই সুপার কিংস।

 


-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷