ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওয়াজের প্রথম ‘৫’, গলে বড় লিড নিয়েছে শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ০৯:২৪

টেস্টে প্রথমবার ৫ উইকেট নিলেন নওয়াজ। ছবি: গেটি ইমেজ টেস্টে প্রথমবার ৫ উইকেট নিলেন নওয়াজ। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ গল টেস্টের প্রথম দুদিনে দাপট দেখিয়েছিল যথাক্রমে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার বোলাররা। ফলে গল টেস্টের দুই দিন শেষেও দুই দলই ছিল সমতায়। তবে তৃতীয় দিনে এসেই ম্যাচের লাগাম ছিনিয়ে নিয়েছে স্বাগতিকরা। তিন খানা হাফ সেঞ্চুরিতে গলে বড় লিড নিয়েছে তাঁরা। প্রথম ইনিংসে শতক মিস করলেও, দ্বিতীয় ইনিংসে ৮৬ রান তুলে শতকের পথেই রয়েছেন দিনেশ চান্দিমাল। তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে, ৩৩৩ রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। 

গলে ১ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা, দিনের শুরুতেই হারায় কাসুন রাজিথার উইকেট। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার ওশাদা ফার্নান্দো। তৃতীয় উইকেটে দু'জনের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে শ্রীলঙ্কা। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেন ওশাদা ফার্নান্দো। এরপর দিনের প্রথম সেশনে ৯৬ রান তুলেই মধ্যাহ্ন ভোজে যায় স্বাগতিকরা।

লাঞ্চ থেকে ফিরতেই ইনিংসের দ্বিতীয় বলে হাফ সেঞ্চুরিয়ান ওশাদা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। ইয়াসির শাহ'র শিকার হয়ে এই ওপেনার ফিরেন ব্যাক্তিগত ৬৪ রান করে। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে জুটি গড়েন কুশল মেন্ডিস। এর মাঝেই হাফ সেঞ্চুরি তুলে নেন কুশল। এরপর দলীয় দেড় শ রানের গণ্ডি টপকাতেই ম্যাথুসের উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাথুসের বিদায়ের পর খুব একটা স্থায়ী হয়নি কুশলের ইনিংসও।

ইয়াসির শাহ'র দুর্দান্ত এক ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে ফিরেন কুশল। ফেরার আগে ৯ চারে ১২৬ বলে ৭৬ রান করেন এই লঙ্কান ব্যাটার। এরপর ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা দুই ধনাঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল। তাতেই বড় লিডের পথে হাঁটে শ্রীলঙ্কা। তবে থিতু হওয়ার আগেই ধনাঞ্জয়াকে সাজঘরে ফেরান ইয়াসির।

৫ উইকেট দুইশ পার করা শ্রীলঙ্কা এরপর চান্দিমালের ব্যাটেই চড়ে বসে রান পাহাড়ে। তবে অন্যপ্রান্তে ছিলে বাকিদের আসা যাওয়ার মিছিল। তাতে অবশ্য থেমে থাকেনি শ্রীলঙ্কার রানের চাকা। হাফ সেঞ্চুরি তুলে চান্দিমাল তুলতে থাকেন দ্রুতই রান। তাতেই দলীয় তিনশ পার করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছে শ্রীলঙ্কা। 

৫ চার ও ২ ছক্কায় ১২১ বলে ৮৬ রানে অপরাজিত আছেন চান্দিমাল। তাকে সঙ্গ দেওয়া প্রবাথ জয়সুরিয়া অপরাজিত আছেন ১৯ বলে ২ রান করে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে টেস্টে প্রথমবার ৫ উইকেট শিকার করেন পাক স্পিনার মোহাম্মদ নওয়াজ। ইয়াসির শাহ'র শিকার ৩টি উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷