ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ওডিআই থেকে অবসরের ঘোষণা স্টোকসের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ০৩:৪৪

বেন স্টোকস৷ ছবি সংগৃহীত বেন স্টোকস৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ৪ জুলাই, ২০১৯ লর্ডসে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর বড় কারিগর বেন স্টোকস বিদায় জানালেন ওয়ানডে ক্রিকেটকে। সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড৷ এছাড়াও স্টোকস নিজেও পোস্ট করেছেন টুইটারে। 

নিজের অবসর প্রসঙ্গে স্টোকস বলেন, 'আমি ভেবে দেখেছি, এই ফরম্যাটে আমি শতভাগ দিতে পারছিলাম না। ইংল্যান্ডের জার্সিতে এর চেয়ে বেশি প্রত্যাশা থাকে। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন। শুধু যে আমার শরীর সায় দিচ্ছে না তা নয়, বরং ব্যস্ত সূচি এবং আমাদের কাছে যে প্রত্যাশা তা পূরণ করা কঠিন হয়ে যাচ্ছে। আমি মনে করি, আমার জায়গায় অন্য কেউ খেলতে পারে যে কিনা জস বাটলার ও তার দলকে সেরাটা দিতে পারবে। এখন সময় এসেছে অন্য কারও জন্য জায়গা ছেড়ে দেওয়ার। '

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকালের ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন স্টোকস। ২০১১ সালের আয়ার‌ল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় এই অলরাউন্ডারের। ১১ বছরের ক্যারিয়ারে ১০৪ ম্যাচে প্রায় ৪০ গড়ে করেছেন ২৯১৯ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১০২ রান। ৩ শতকের সাথে এসময়ে করেছেন ২১ অর্ধশতক। 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷