ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কোহলির রেকর্ড ভেঙ্গে এশিয়ার শীর্ষে বাবর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ২১:৩৭

বাবর আজম। ছবি সংগৃহীত বাবর আজম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ব্যাট হাতে অনবদ্য বাবর আজম সময়ের ব্যবধানে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে আপন গতিতে। গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে ধুকতে থাকা দলকে আরেকবার ব্যাট হাতে রক্ষা করেছেন কাপ্তান বাবর। শতক হাকানোর পাশাপাশি বিশ্বের ৮৮তম ক্রিকেটার হিসেবে প্রবেশ করেছেন দশহাজারি ক্লাবে। মাত্র ২২৮ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন পাক অধিনায়ক। 

দ্রুততম দশ হাজার করার তালিকায় বাবরের অবস্থান অবশ্য পাঁচ নম্বরে। শুধুমাত্র এশিয়া মহাদেশের খেলোয়াড়দের বিচারে সবার উপরে এখন এই ডানহাতি ব্যাট। পেছনে ফেলেছেন ভারতের বিরাট কোহলিকে। এতদিন ২৩২ ইনিংসে ১০,০০০ আন্তর্জাতিক রান করা বিরাট কোহলি ছিলেন এশিয়ান ব্যাটারদের মধ্যে সবার উপরে।

২০৬ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস। এরপরের স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। তার দশ হাজারি ক্লাবে ধুঁকতে সময় লেগেছিল ২১৭ ইনিংস। আরেক উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার লেগেছিল ২২০ ইনিংস। জো রুট করেছিলেন ২২২ ইনিংসে। এই চারজনের পরেই আছেন বাবর আজম।

পাকিস্তানের হয়ে মোট ১১ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ -এর বেশি রান করেছেন। যেখানে সবার ওপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷