ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়সুরিয়ার রেকর্ডের দিনে, বাবরের নয়া কীর্তি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ০৮:৩৫

ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি হাঁকান বাবর আজম। ছবি: গেটি ইমেজ ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি হাঁকান বাবর আজম। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ গল টেস্টের প্রথম দিনে দাপট ছিল পাক বোলারদের। তবে দ্বিতীয় দিনটায় লঙ্কান স্পিনাররা ছিল আরও এককাঠি সরেস। এদিন পাক ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মাতেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া। সেই সাথে ভেঙেছেন ৯৬ বছর আগের পুরনো রেকর্ডও। তবে অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরিতে সমতায় থেকেই দিনটা পার করেছে পাকিস্তান। 

গলে এদিন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা লঙ্কান স্পিনার জয়সুরিয়ার টানা তৃতীয় ইনিংসে টানা তৃতীয় ফাইফারে, দলীয় একশ পার করার আগেই ৭ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে পাক অধিনায়ক বাবর আজম লড়েছেন টেল এন্ডারদের নিয়ে। দারুণ এক কীর্তির দিনে বাবর হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাতেই শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে, পাকিস্তানের প্রথম ইনিংসে থেমেছে ২১৮ রানে। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে তুলেছে ৩৬ রান। দিন শেষে তাই পাকিস্তানের চেয়ে ৪০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

২৪ রানে ২ উইকেট নিয়ে দিন শুরু করা পাকিস্তানের জন্য সকালটা ছিল অনেকটা অপ্রত্যাশিত। এদিন প্রথম সেশনে প্রবাথ জয়সুরিয়ায় স্পিনে পাকিস্তান খুইয়ে বসে ৫ উইকেট। তাতেই ৮৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে পড়ে পাকিস্তান। বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে বাবর ছিলেন অবিচল। এরপর একশ'র আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা পাকিস্তানকে দিয়েছেন নতুন করে লড়াইয়ের রসদ।

এদিন লেজের সারির তিন ব্যাটারকে নিয়ে বাবর যোগ করেন ১৩৩ রান। যদিও সিংহভাগ রান এসেছে বাবরের ব্যাট থেকেই। তবে টেল এন্ডারদের মাটি কামড়ে আটকে থাকাও ছিল না কোন অংশে কম। লঙ্কান বোলারদের সামলাতে যেখানে হিমশিম খেয়েছে পাকিস্তানের উপরের সারির ব্যাটাররা। সেখানে লেজের সারির ব্যাটারদের নিয়ে বাবর লড়াইটা করেছেন সুনিপুণভাবেই। 

তাতেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দিনে বাবরের দুর্দান্ত ইনিংস থেমেছে ১১৯ রানে। বাবরের বিদায়ে ২১৮ রানেই শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। এর আগে অবশ্য পাকিস্তান অধিনায়ক গড়েছেন নয়া কীর্তি। এশিয়ান ব্যাটার হিসেবে এদিন বাবর এদিন গড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের নয়া রেকর্ড। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করতে কোহলির লেগেছিল ২৩২ ম্যাচ। সেখানে বাবর তা ছুঁয়ে ফেলেছেন ২২৮ ইনিংস খেলেই। 

এদিকে অজিদের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসে ৬ উইকেট করে পাওয়া লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া, একাই পাকিস্তানের ৫ উইকেট শিকার করেন। এতে টানা তৃতীয় ইনিংসে নিজের তৃতীয় ফাইফার তুলে নেন তিনি। তাতেই ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন জয়সুরিয়া। 

সেই সাথে বহু পুরনো এক রেকর্ডও নিজের দখলে নিয়েছেন জয়সুরিয়া। এর আগে অজি লেগ স্পিনার ক্ল্যারি গ্লিমেট তিন ইনিংসে শিকার করেছিলেন ১৬ উইকেট। ১৯২৫ সালে গড়া গ্লিমেটের এমন কীর্তি এদিন ভেঙেছেন জয়সুরিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ১২ উইকেট নেওয়া, এই লঙ্কান স্পিনার প্রথম তিন ইনিংসে নিলেন মোট ১৭ উইকেট।

এদিকে ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, শ্রীলঙ্কা হারিয়েছে অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট। ১৬ রান করা লঙ্কান অধিনায়ককে ফেরান পাক স্পিনার মোহাম্মদ নওয়াজ। এরপর কাসুন রাজিথাকে নিয়ে দলকে আর বিপদে পড়তে দেয়নি ওশাদা ফার্নান্দো। দিন শেষ করার আগে স্বাগতিকরা তুলেছে ৩৬ রান, এগিয়ে ৪০ রান। ওশাদা ১৭ রান ও রাজিথা ৩ রানে অপরাজিত আছেন।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷