ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নিজেকে পাকিস্তানের সেরা পেসার দাবি আমিরের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২ ০৮:৫৭

মোহাম্মদ আমির৷ ছবি সংগৃহীত মোহাম্মদ আমির৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: জাতীয় দলে যাত্রা শুরু ২০০৯ সালে৷ ১৭ বছরের তরুণ গতির ঝড়ে আকৃষ্ট করেছিল সকলকে৷ এরপর ফিক্সিং কান্ডে হয়েছিলেন নিষিদ্ধ৷ কারাগারে ছিলেন কয়েক মাস৷ বলা হচ্ছে পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরের কথা৷ নিজেকে পাকিস্তানের সেরা পেসার বলে মন্তব্য করে আরেকবার আলোচনায় এই ফাস্ট বোলার৷

আমির বলেন, ‘আমার মনে হয় না, অন্য কারও সঙ্গে আমার প্রতিযোগিতা রয়েছে। আমি একমাত্র বোলার ছিলাম যে আইসিসি র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে। এমনকি বিশ্বকাপের পর দল থেকে বাদ যাওয়ার পরেও প্রায় দেড় বছর আমি র‍্যাংকিংয়ের ভালো অবস্থানে ছিলাম।’

আমির আরও বলেন, ‘আমার যে স্কিল রয়েছে, এর সঙ্গে অন্য কোনো বোলারের তুলনা চলে না। আমি মনে করি না, এখানে কোনো তুলনা সম্ভব। কারণ সবার আলাদা আলাদা ক্লাস রয়েছে। আর আমার ক্লাসে আমি একাই রয়েছি।

এখন পর্যন্ত ৩৬ টেস্টে ১১৯ উইকেট, ৬১ ওয়ানডেতে ৮১ উইকেট ও ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট রয়েছে তার নামের পাশে। ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলের হয়ে৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷