ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

আফ্রিদির অ্যাকশন প্রসঙ্গে নওয়াজকে অপরিপক্ব বললেন জাভেদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ১০:২২

শাহীন শাহ আফ্রিদি। ফাইল ছবি শাহীন শাহ আফ্রিদি। ফাইল ছবি

নট আউট ডেস্ক: একজন সত্যিকার পেসারের যে কয়েকটি গুন থাকা প্রয়োজন তার সবকটিই রয়েছে পাকিস্তানের শাহিন আফ্রিদির৷ সন্দেহ ছাড়া বলা যায় বর্তমান সময়ে বিশ্বের সেরা পেস বোলারদের একজন হিসেবেই এই বোলারকে গণ্য করা হয়। নজরকাড়া পারফর্ম্যান্স দিয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে জিতেছেন ২০২১ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। কিন্তু এ তরুণ পেসারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তী পেসার সরফরাজ নওয়াজ। আর নওয়াজের এমন প্রশ্নে চটেছেন সাবেক টেস্ট ক্রিকেটার এবং লাহোর কালান্দার্সের কোচ আকিব জাভেদ। তাই নওয়াজকে ‘অপরিপক্ব’ বলেছেন তিনি।

শাহীন ইতোমধ্যে নিজেকে বিশ্বের সেরাদের একজন হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এই পাক পেসারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিকভাবেই অবান্তর। এক সাক্ষাৎকারে সেটাই বললেন আকিব। তিনি বলেন, ‘তার (শাহীন) অ্যাকশন নিয়ে সন্দেহ করা অর্থহীন। তার বোলিং অ্যাকশন নিয়ে এমন বক্তব্য অপরিপক্বতার সামিল।’

অতীতের কথা মনে করিয়ে আকিব বলেন, ‘আমার মনে আছে জেসন রয় তার অ্যাকশন নিয়ে অভিযোগ করেছিলেন। ক্রিকেটে এটা ঘটে যখন আপনি আগের ম্যাচে সেঞ্চুরি করার পরের ম্যাচে একজন বোলার আপনাকে প্রথম ডেলিভারিতে আউট করে। এটা শুধু আউট হওয়ার হতাশা, অন্য কিছু নয়।’

এর আগে কিংবদন্তী পেসার সরফরাজ নওয়াজ শাহীনের বোলিং অ্যাকশন নিয়ে মন্তব্য করেছিলেন এবং দাবি করেছিলেন যে তার অ্যাকশন উন্নতির জন্য আরও অনেক কিছু করার বাকি আছে। সন্দেহের রেশ ধরে পাক কিংবদন্তী বলেছিলেন, ‘ব্যাপারটা আমি অনেকবার লক্ষ্য করেছি। আফ্রিদি যখন কব্জির ডেলিভারিতে বল করেন, তখন তার অ্যাকশন সন্দেহজনক হয়ে ওঠে। তার কোচদের অবশ্যই তার বোলিং ক্লিপগুলি দেখে এটি লক্ষ্য করা উচিত। এটাই তার অ্যাকশন নিয়ে কাজ করার সঠিক সময়। অন্যথায়, একদিন হয়তো তার অ্যাকশন রিপোর্ট করা হবে।’

 

 

সরফরাজ শাহীনের বোলিং নিয়ে প্রশ্ন তুললেও সেসব ধোপে টিকেনি অবশ্য। পাকিস্তানের হয়ে দুর্দান্ত সময় পার করছেন এই ফাস্ট বোলার। ক্যারিয়ারে ২৪ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৯৫ উইকেট। ২৮ ওয়ানডেতে শিকার করেছেন ৫৩ উইকেট। ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে আছে ৪৫ উইকেট।

-নট আউট/এমআরএস/আরএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷