ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

আমার আওয়াজ বাবরের কাছে পৌঁছে দাও

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ২০:৫৪

ছবিঃ ইন্টারনেট। ছবিঃ ইন্টারনেট।

নিউজ ডেস্কঃ বাবর আজম বর্তমান সময়্ বিশ্বের অন্যতম নিখুঁত ব্যাটার৷ বাবর আজমের ম্যারাথনতুল্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে জয় সমতুল্য ড্র করেছে পাকিস্তান। ৬০৩ মিনিট উইকেটে থেকে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এটি টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

বাবরের এমন ধৈর্যশীল ইনিংসে ভক্ত-সমর্থকেরা ভীষণ উচ্ছ্বসিত। তাদের উল্লাসটাও ছিল বাঁধভাঙা। এক নারী ভক্ত তো বাবরকে বিয়ে করতে পাগলপ্রায়! পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভির সাংবাদিক বাবরের মহাকাব্যিক ইনিংস নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চাইলে এক তরুণী ছটফট করতে থাকেন। এরপর ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন, ‘আমি বাবর আজমের উদ্দেশে কিছু বলতে চাই। ওর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। নয়তো আমার আওয়াজ তাকে পৌঁছে দাও।’

সাংবাদিক তরুণীকে বলেন, ‘ঠিক আছে, বলুন। বাবরকে কী বলতে চান।’ তরুণীর জবাব, ‘আমি ওকে বিয়ে করতে চাই।’ এ কথা বলেই ওই নারী ভক্ত ক্যামেরার সামনে থেকে সরে যান। পাশে থাকা অন্য সমর্থকদের তখন হাসাহাসি করতে দেখা যায়। একজন বলেন, ‘মুশকিল, খুব মুশকিল।’ তরুণীর চাওয়া পূরণ হওয়া আক্ষরিক অর্থেই মুশকিল। বাবরের বিয়ে যে ঠিক হয়ে আছে!

এ বছরই কোনো এক সময় দাম্পত্যজীবন শুরু করবেন পাকিস্তান অধিনায়ক। হবু স্ত্রী তারই চাচাতো বোন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মুহূর্তে সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। নিজ শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এ প্রথম টেস্ট খেলার সৌভাগ্য হলো তার।

 

- নট আউট/এমআরএস/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷