ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই দিনে তিন ভাগে দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০০:২০

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরছে বাংলাদেশ। ফাইল ছবি দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরছে বাংলাদেশ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: চতুর্থ দিনেই পোর্ট এলিজাবেথে টেস্ট হেরে গেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা সফর শেষে আগামীকাল থেকেই দেশে ফিরতে শুরু করবে পুরো দল। বিসিবির লজিস্টিকস বিভাগ মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে দুই দিনে তিন ভাগে ক্রিকেটার, কর্মকর্তারা দেশে ফিরবেন।

আগামীকাল বুধবার সকালেই আসছে প্রথম গ্রুপ। সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছে যাওয়ার কথা তাদের। বৃহস্পতিবার সকালে ঠিক একই সময়ে দেশে ফিরে আসবে দ্বিতীয় গ্রুপ। পরে বৃহস্পতিবার বিকেল পৌঁনে ৫টায় ঢাকায় নামবে তৃতীয় গ্রুপ।

আরও পড়ুন: বল ছুঁড়ে মারার শাস্তি পেলেন খালেদ।

ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। তারপরও এবারের দক্ষিণ আফ্রিকা সফরকে ব্যর্থ বলা যাবে না। কারণ ২০ বছরের জয়ের বন্ধ্যাত্ব এবার কেটে গেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খাতা খুলেছে বাংলাদেশ দল। তামিম ইকবালের নেতৃত্বে ২-১ এ ওয়ানডে সিরিজ হারিয়েছে টাইগাররা। 

টেস্টে ২-০ তে সিরিজ হারের চেয়ে মুমিনুল-মুশফিকদের হতশ্রী ব্যাটিং সবার হৃদয় পুড়িয়েছে। বিশেষ করে স্পিনের বিপক্ষে এতটাই নাজুক ছিলেন লিটন-শান্তরা, যা অকল্পনীয় ছিল। মহারাজ-হার্মারের ঘূর্ণিতে ডারবানে ৫৩, পোর্ট এলিজাবেথে ৮০ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে টাইগাররা।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।