জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২ ২২:১৭
নট আউট ডেস্কঃ তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের ৪ উইকেট তুলে ঢাকা টেস্ট জমিয়ে তুলেছিল টাইগার বোলাররা। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১০০ রান, বিপরীতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ উইকেট। চর্তুথ দিনের সকালে সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশ। ৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত। এরপর অশ্বিনের সহজ ক্যাচটা ফেলে দেন মুমিনুল। তাতেই ম্যাচের মোমেন্টাম পায় ভারত। ৮ম উইকেট জুটিতে অশ্বিন-আইয়ারের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটিতে ৩ উইকেটের জয়ে সিরিজ জিতে সফরকারীরা।
১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে, ৪৫ রান তুলে তৃতীয় দিন শেষ করার আগেই ৪ উইকেট হারায় ভারত। ফলে, জিততে সফরকারী ভারতের মতো সমান সুযোগই ছিল স্বাগতিক বাংলাদেশের সামনেও। তৃতীয় দিনের যেখানে শেষ করেছিল টাইগার বোলাররা, চর্তুথ দিনে ঠিক সেখানেই শুরু করেন মিরাজ-সাকিবরা। তাতেই দিনের শুরুতেই নাইটওয়্যাচম্যান জয়দেব উনাদকাটের উইকেট হারায় ভারত।
সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে উনাদকাট করেন ১৩ রান। এরপর মাঠে নামা ঋষভ পান্থকে নিয়েই যত ভয় ছিল টাইগার বোলারদের। তবে, এদিন মিরাজের সামনে কোন সুবিধাই করতে পারেননি প্রথম ইনিংসে ৯৩ রানের ভাইটাল ইনিংস খেলা পান্থ। ৯ রানেই লেগ বিফোরের ফাঁদে উইকেট দিয়ে আসেন তিনি। পরের ওভারে এসেই গলার কাটা হয়ে দাঁড়ানো অক্ষর প্যাটেলকেও ফেরান মিরাজ।
ফেরার আগে ৪ চারে প্যাটেল করেন ৩৪ রান। তাকে ফিরিয়েই মিরাজ টেস্টে ৯ম বারের মতো পান ইনিংসে ৫ উইকেটের দেখা। ৭৪ রানেই ভারতের ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোমেন্টাম বাংলাদেশ নিজেদের দিকে আসে নিয়ে। এরপর দলীয় ৮০ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের সহজ ক্যাচ ছেড়ে দেন মুমিনুল হক। জীবন পেয়েই অশ্বিন শাসন করেন টাইগার বোলারদের।
অন্যপ্রান্তে শ্রেয়াস আইয়ার সাবলীল ব্যাটিংয়ে দ্রুতই তুলেন রান। ৮ম উইকেট জুটিতে এই দু'জন ম্যাচের লাগামটা নিয়ে আসেন নিজেদের দিকে। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই ম্যাচের নিয়ন্ত্রিত নেয় ভারত। শেষ পর্যন্ত এই জুটি আর ভাঙতেই পারেনি বাংলাদেশ। ফলে, ৩ উইকেটের কষ্টার্জিত জয়ে ২-০ তে সিরিজ জিতে নেয় সফরকারীরা।
৪ চারে শ্রেয়াস আইয়ার ২৯ রান করে অপরাজিত থাকেন। ৪ চার ও ১ ছক্কায় ৪২ রান করে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের পক্ষে মিরাজ নেন ৫টি উইকেট। সাকিবের শিকার ২টি উইকেট। ২২২ রান করে সিরিজ সেরা ভারতের চেতেশ্বর পুজারা।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...
ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।
আপনার মূল্যবান মতামত দিন: