ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শিরোপা জয়ের যুদ্ধে এগিয়ে গেল আবাহনী

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মে ২০২৩ ০০:৪৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় পেয়েছে আবাহনী। এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে দলটি। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গেলবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। 

বৃহস্পতিবার (৪ মে) আবাহনীর দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক ইনিংস শেষ করেছে ২৪৩ রানে। 

আবাহনীর হয়ে ৪৯ রান খরচায় একাই ৬ উইকেট নিয়েছেন খুশদিল। ১টি করে উইকেট নেন রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর আগে আজ (৪ মে) নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে আবাহনী।


আফিফ হোসেনের সেঞ্চুরি এবং মোসাদ্দেকের অর্ধশতকে তারা স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। এরপর নির্ধারিত ওভার পর্যন্ত ব্যাট করে আবাহনীর ৫ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে। প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেনে শেখ মেহেদী ও কাশিফ বাট।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...