ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছে না শান্তরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২৪ ১৯:৪৪

আগামীকাল শুরু বাংলাদেশ ও জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গেটি ইমেজ আগামীকাল শুরু বাংলাদেশ ও জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি খেলবে নাজমুল শান্তর দল। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের পক্ষ থেকে এসেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত নিজেই। সেখানে তিনি কথা বলেছে, এই সিরিজ ঘিরে বাংলাদেশ দলের পরিকল্পনা ও নানা বিষয় নিয়ে।

উগান্ডার কাছে হেরে অবশ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুইয়ানদের। তবে, সিকান্দার রাজাদের খুব একটা হালকা ভাবে নিতে নারাজ টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। তার মতে, টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলতে কিছু নেই। নিজেদের দিনে যে কেউই হারাতে পারে প্রতিপক্ষকে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।' 

কদিন আগেই ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য শেষ দেখায় জয়টা এসেছে বাংলাদেশের পক্ষেই। তবে, দু'দলের সবশেষ ৬ বারের দেখায় সমান তিনটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে সিরিজটা যে খুব একটা সহজ হবে না, অকপটে তা স্বীকার করেছেন টাইগার অধিনায়ক। শান্তর প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের। তিনি আরও বলেছেন, 'ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।' 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।