ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষবার ভেবে স্ত্রী-সন্তানদের নিয়েই বাংলাদেশে রাজা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২৪ ২০:২৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সংবাদের শিরোনাম হয়েছিলেন সিকান্দার রাজা ও তার পুত্র সন্তান। চট্টগ্রামে বাবা-ছেলের খুনসুটি নজর কেড়েছিল দেশের প্রায় সকল মিডিয়ার। মাঠের অনুশীলন থেকে তাই প্রসঙ্গ এসেছে সংবাদ সম্মেলনেও। রাজা জানিয়েছেন, বাংলাদেশে যে আতিথেয়তা তিনি পান তা যেন পরিবারও দেখতে পারে। 

 

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়ে রাজা বলেছেন , ‘আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।’


২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু রাজার। এছাড়া বাংলাদেশে এসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যতবারই এসেছেন, বাংলাদেশের অতিথিপরায়ণতায় মুগ্ধ জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। রাজা বলেন, ‘আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশে, যেটা ঢাকা প্রিমিয়ার লিগ। দ্বিতীয়টাও বাংলাদেশে, যেটা বিপিএল। আমার আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ জিম্বাবুয়ের খুব ভালো বন্ধু। আমরা আপনাদের আতিথেয়তা দেই, আপনারাও দেন নিয়মিত।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।