ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

চমকহীন নেপালে চমকে যাবে না তো বাংলাদেশ ?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২৪ ২০:৪৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। সেরাদের সেরা হওয়ার স্বপ্ন শেষ হয়েছে ১০ ম্যাচের ৮টিতেই হেরে। নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয় যোগ করেছে বাড়তি অসম্মান। ফরম্যাট বদলেছে, বদলেছে অধিনায়ক। আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এবার অবশ্য প্রত্যাশাও কম। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশ। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে নেপাল। গ্রুপে বাকি তিন ম্যাচ কঠিন হলেও খালি চোখে মনে হচ্ছে নেপালের বিপক্ষে সহজ জয় পাবে বাংলাদেশ। তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্স হতাশ করতে পারে বাংলাদেশি সমর্থকদের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতমধ্যে দল ঘোষণা করেছে নেপাল। স্কোয়াডে রয়েছে প্রত্যাশিত সকলেই। দল ঘোষণায় কোন চমক না রেখে আস্থা রেখেছে নিয়মিত সদস্যদের প্রতিই। 

টি-টোয়েন্টি ক্রিকেট বর্তমানে দারুণ ছন্দে রয়েছে দলটি। গত মাসেই নেপালের দীপেন্দ্র সিং আইরি এক ওভারে মেরেছেন ছয় ছক্কা। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যা তৃতীয়। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে দুই শতাধিক রান তাড়া করে জয় বাড়তি আত্মবিশ্বাস দলটির জন্য। 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপাল দল: রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সন্দিপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল ও কমল সিং আইরি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...