ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দূর্লভ ক্ষমতার মেন্ডিস আসছেন ডিপিএলে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ২০:১০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেটে প্রতিভাবানদের অভাব নেই। তবে দূর্লভ ক্ষমতার অধিকারী ক্রিকেটারের সংখ্যা খুবই কম। এই যেমন লঙ্কান স্পিনার কামিন্দু মেন্ডিস। ডান হাতে অফস্পিনার তো,  বাঁ-হাতে করতে অর্থোডক্স বোলার। আর এই বোলার ডিপিএল খেলতে আসছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। 

 

চলমান ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে মোহামেডানের হয়ে খেলবেন মেন্ডিস। ইংলিশ বাঁ-হাতি চায়নাম্যান বোলার জ্যাক লিনটটের জায়গায় খেলবেন তিনি। বোলিংয়ের পাশাপাশি দক্ষতা রয়েছে ব্যাটিংয়েও। শ্রীলংকার হয়ে ইতমধ্যে তিন ফরম্যাটে অভিষেক হয়েছে মেন্ডিসের। 

 

ক্যারিয়ারে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার ‍সুযোগ হয়েছে একটি। সেই ম্যাচে করেছেন ৬১ রান। জাতীয় দলের হয়ে ৭ ওয়ানডেতে একটি অর্ধশতক (৫৭) করেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...