ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

অসহনীয় তাপমাত্রা, সূচিতে পরিবর্তনের আশায় সুজন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ১৫:৪৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ তীব্র রোদে পুড়ছে পুরো দেশ। রাজধানী ঢাকাতে যেন আগের দিনের তাপমাত্রার রেকর্ড নতুন করে গড়ার লড়াইয়ে পরের দিন। এমন অবস্থাতেও চলছে দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট টূর্ণামেন্ট। এছাড়াও পবিত্র মাহে রমজান মাস হওয়ায় খেলোয়াড়দের কষ্ট বেড়েছে আরও বহুগুনে। এমন অবস্থায় ডিপিএল সূচিতে পরিবর্তনের আশা করছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। 

সুজন বললেন, খুবই কঠিন। কোনো সন্দেহ নেই যে, খুব কঠিন। এ গরমে এটা এত সহজ না। ছেলেরা আজকে (গতকাল) বারবার অভিযোগ করছিল যে অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই।

বিসিবির এই পরিচালক আরও জানালেন, এটা দৃষ্টি আকর্ষণ করার কিছু নেই। এটা সবাই দেখছে না গরম, সবাই আমরা ফিল করছি, রেকর্ড পরিমাণ গরম বলছে, আবহাওয়া অধিদপ্তর থেকে ৫৮ বছরের।

সুজনের দাবি, আমার মনে হয়, আমরা যদি চেষ্টা করি কোনোভাবে আমরা ক্যালেন্ডারের অন্য কোনো ফাঁকে এটা দিতে পারি কি না। কারণ, এ সময় ক্রিকেট থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...